বৈকণ্ঠপুরে রেঞ্জ অফিসার মানবিক মুখ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের জেরে লকডাউন। বৈকণ্ঠপুরের জঙ্গল এলাকা ও বনবস্তির অনেক মানুষ কর্মহীন ও গৃহবন্দি। এই পরিস্থিতিতে ওই অসহায় পরিবারগুলিকে প্রায় ৫ দিন ধরে খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বনদপ্তরের টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত। মাস মাইনের টাকায় বনাধিকারিকের এই মানবিক কাজে অসহায় পরিবারগুলি উপকৃত হলেন ও আশীর্বাদও করলেন। সূত্রের খবর, ৫ দিনে প্রায় ১,৪০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন তিনি। স্থানীয় সূত্রে খবর, এর আগেও রেঞ্জ অফিসার সঞ্জয়বাবু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। মেয়ের বিয়ে দেওয়া, পড়াশুনার খরচ ও চিকিৎসার খরচ সহ বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।