Blood Donation for CoronaBreaking News Health 

করোনা মোকাবিলায় বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা মোকাবিলায় ২৪ ঘন্টা কাজ করে চলেছে বিধাননগরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার-এর স্বেচ্ছাসেবীরা। হাসপাতালে রোগী ভর্তি করা, হাসপাতাল থেকে রাজ্যের দূর দূরান্তে রোগীর বাড়িতে রোগীকে পৌঁছে দেওয়া, ব্লাড ব্যাঙ্ক থেকে রোগীকে রক্ত এনে দেওয়া প্রভৃতি কাজ তাঁরা এতদিন করছিলেন। প্রতিদিন হাসপাতাল বা ব্লাড ব্যাঙ্কে গিয়ে তাঁরা দেখছেন যে সব জায়গাতেই রক্তসঙ্কট চলছে। তাই তাঁরা মনস্থির করেন রক্তদান আয়োজন করার কিন্তু যেহেতু এই বিশ্বব্যাপী মহামারীর সময় কোনো ক্যাম্প করা যাবে না তাই তাঁরা সিদ্ধান্ত নেন যে একজন একজন করে তাঁরা রক্তদাতাদের ব্লাড ব্যাঙ্কে নিয়ে যাবেন স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য। এতে হয়তো সমস্যার সম্পূর্ণ সমাধান সম্ভব নয় কিন্তু কিছুটা হলেও সাধারণ মানুষ উপকৃত হবেন। প্রত্যেক রক্তদাতাকে তাঁরা বাড়ি থেকে নিয়ে আসছেন আবার তাদের বাড়িতে পৌঁছেও দিচ্ছেন এবং রক্ত দেওয়ার পর রক্তদাতাকে পুষ্টিকর খাদ্যদ্রব্যও তাঁরা তুলে দিচ্ছেন। তারা সকলকে আহ্বান করছেন যে, যে সমস্ত স্বহৃদয় ব্যক্তিরা স্বেচ্ছায় রক্ত দিতে ইচ্ছুক তাঁরা যেন অবশ্যই এই সংস্থার সাথে যোগাযোগ করেন। সংস্থার পক্ষ থেকে হেল্প লাইন নম্বর প্রকাশ করা হয়েছেঃ ৮৪২০৯৪৬৫২৫।

Related posts

Leave a Comment