করোনা মোকাবিলায় ২২ জেলায় ২২টি হাসপাতাল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় বুক চিতিয়ে লড়াই করার বার্তা দিয়ে রাজ্যের ২২ জেলায় ২২টি করোনা হাসপাতাল গড়ল রাজ্য সরকার। পাশাপাশি, সরকারের তরফে সোমবার সরকারি-বেসরকারি, স্থায়ী-অস্থায়ী সমস্ত স্বাস্থ্যকর্মীর জন্য নির্ধারিত বীমার পরিমাণ ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হল। এই বীমার আওতায় পুলিশকর্মী সহ চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে আনা হয়েছে। এদিন নবান্নে বসে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে আজই রাজ্যে আরও এক করোনা আক্রান্তের হদিশ মিলল কলকাতায়। ৭৭ বছরের ওই বৃদ্ধ আপাতত ভর্তি রয়েছেন বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। এঁকে নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২। পাশাপাশি সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১১৯০। ইতিমধ্যেই সেরে উঠেছেন ১০২ জন।
রাজ্যে এ পর্যন্ত কোরোনার বলি হলেন ২ জন। গতকাল রাত ২টো নাগাদ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হয় কালিম্পঙয়ের ৫৩ বছরের এক রোগিণীর। উত্তরবঙ্গের তিনিই প্রথম করোনা আক্রান্ত ছিলেন। হতাশার এই ছবির পাশাপাশি জানা গিয়েছে আশা জাগানো একটি ঘটনাও। রাজ্যের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। দ্বিতীয় দফার পরীক্ষায় আমলা-পুত্র ওই যুবকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
সোমবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্স করে মমতা বার্তা দিলেন, যুদ্ধকালীন তৎপরতায় সাজিয়ে তুলতে হবে হাসপাতাল পরিকাঠামো। হাসপাতালের সুপার ও সিএমওএইচ-বিএমওএইচদের বার্তা দিলেন, অন্য রোগীরা যাতে এফেক্টেড না হয়, তা মাথায় রেখে করোনা চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি করতে হবে।
এদিন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য সমস্ত সুরক্ষার দিকে বিশেষ নজর দেন মুখ্যমন্ত্রী। তারপর জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে ঠিক করেন, কোন কোন হাসপাতাল এই পরিষেবা দেবে বা কোন হাসপাতালকে করোনা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত করা হবে।