এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ব্রুনো ফার্নান্দেস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ব্রুনো ফার্নান্দেস স্পোর্টিং ক্লাব দ্য পর্তুগাল থেকে এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিলেন। সূত্রের খবর, ব্রুনোকে নেওয়া হয়েছিল ৪৪২ কোটি টাকায়। এরপর তদন্ত শুরু করে ফিফা। উল্লেখ্য, ৩ বছর আগে সাম্পদরিয়া থেকে স্পোর্টিং ক্লাব দ্য পর্তুগালে এসেছিলেন ফার্নান্দেস। এক্ষেত্রে শর্ত ছিল, তাঁকে বিক্রি করা হলে তার ১০ শতাংশ দিতে হবে সাম্পদরিয়াকে। পরবর্তীতে ফিফাকে জানিয়েছিল, সেই অর্থ দেওয়া হয়নি বলে। পরে শুরু হয় তদন্ত।

