বিধি-নিষেধ ও নিয়ন্ত্রণ মেনে রাজ্যে শুরু বাস চলাচল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শুরু হচ্ছে নতুন পর্যায়ের বিধি-নিষেধ । এই বিধিনিষেধে পূর্বের নিয়মগুলিই প্রায় বজায় থাকছে। রাস্তায় নেমেছে সরকারি-বেসরকারি বাস। চলছে অটো -টোটোও । বন্ধ থাকছে ট্রেন ও মেট্রো পরিষেবা। তবে স্টাফ স্পেশাল ট্রেন চলছে। এই অবস্থায় রাস্তায় বাস চলাচল করায় সুরাহা হবে নিত্যযাত্রীদের।
অন্যদিকে বাস রাস্তায় নামলেও বিধি-নিষেধ রয়েছে। বাসে ৫০ শতাংশ যাত্রী পরিবহণ করা যাবে । বাস চালক, কন্ডাক্টর ও অন্যান্য কর্মীদের ভ্যাকসিনেশন বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রী, চালক ও কর্মীদের প্রত্যেককেই মাস্ক ব্যবহার করতে হবে।
জানা গিয়েছে, রাজ্য পরিবহণ নিগম বাস চালাবে ৮০০টির মতো । এরপর চাহিদা বেড়ে গেলে বাস চালানো হবে ১১০০টি। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, ব্যারাকপুর, নৈহাটি, বনগাঁ, বারাসত, হাবরা, রাণাঘাট সহ বেশ কয়েকটি রুটে নিত্যযাত্রীদের কথা ভেবে
বিশেষ জোর দেওয়া হয়েছে।
অন্যদিকে আরও জানা যায়, প্রথমদিকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাস চালাবে ৭৫০টি। এক্ষেত্রে জোর দেওয়া হবে বর্ধমান, মূর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুর জেলায়। আবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাস চালাবে ৫০০টির মতো । কলকাতা-শিলিগুড়ি, শিলিগুড়ি-কোচবিহার, মালদহ-আলিপুরদুয়ার রুটেই বেশি বাস চলাচল করবে বলে মোটামুটি জানা গিয়েছে।
পাশাপাশি রাজ্যের সেলুন ও বিউটিপার্লার আংশিকভাবে খুলে যাচ্ছে । সকাল ১১ টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত পার্লার খোলা থাকবে। মেয়াদ বেড়েছে বাজার খোলার সময়ে । সকাল ৬ টা থেকে বেলা ১২টা পর্যন্ত বাজার খোলা থাকবে । দোকানপাট ও জিম খুলছে নিয়ম মেনে । বেসরকারি অফিস গুলিতে ৫০ শতাংশ লোক নিয়ে কাজ করা যাবে। । সামাজিক অনুষ্ঠানে ৫০ জন অতিথি সংখ্যা থাকবে।

