মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : যুদ্ধকালীন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় প্রয়াস নিচ্ছে রাজ্য সরকার। সূত্রের খবর, কলকাতা বিশ্ববিদ্যালয় করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ত্রাণ তহবিলে এই টাকা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অাধিকারিক ও শিক্ষাকর্মীদেরও করোনা মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।