জি ২০দেশ গুলির মধ্যে ভারতের আর্থিক বৃদ্ধির সম্ভাবনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ অবিরাম করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশে বেড়ে গেলেও, ভারতের আর্থিক বৃদ্ধি সর্বোচ্ছ হবে, জি২০ দেশগুলির মধ্যে। এমনই রিপোর্ট তুলে ধরেছে ইকোনোমিস্ক ইন্টেলিজেন্স ইউনিট(ইআইইউ)। ওই রিপোর্ট সূত্রে জানা যায় ,মহামারীর কারণে ভারতের জিডিপি বৃদ্ধি ২.১ শতাংশে। এটা অবশ্যই চিন্তার বিষয়। ভারতের আর্থিক বৃদ্ধি কমে এসে ২.১ শতাংশে পৌঁছায়। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রবাহে যে আর্থিক মন্দা তাতে ইউ এস, ইউরোপ, ল্যাটিন আমেরিকা সহ দেশগুলির যা অবস্থা হচ্ছে তার তুলনায় অনেকটাই সন্তোষজনক। ইআইইউ রিপোর্টে আরও জানা গিয়েছে, ভারতের জিডিপি সর্বাধিক হবে। এছাড়া চিন ও ইন্দোনেশিয়ার আর্থিক বৃদ্ধি ঘটবে। আবার ইতালির আর্থিক বৃদ্ধি ৭ শতাংশ হ্রাস পাবে। ইআইইউ রিপোর্টের ভিত্তিতে জানা যায়, করোনা ভাইরাসের প্রভাবে জি২০ভুক্তদেশগুলি মন্দার কবলে পড়বে।করোনাভাইরাস নামক অতি মহামারীতে সব দেশের বৃদ্ধির ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে।জি২০ দেশগুলির মধ্যে তিনটি দেশ ছাড়া বাকি সব দেশগুলির অর্থনীতি মন্দার দিকে যাবে বলে বলে আশঙ্কা।