জওহরলাল নেহেরু স্টেডিয়াম হচ্ছে কোয়ারেন্টাইন কেন্দ্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র ও কেরলের পর তৃতীয় স্থানে দিল্লি। রাজধানীর চিকিৎসা ব্যবস্থাও মহাসঙ্কটে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এই পরিস্থিতিতে জওহরলাল নেহেরু স্টেডিয়ামকে কেজরিওয়াল সরকারের হাতে তুলে দিয়েছে বলে খবর। সূত্রের খবর, কোভিড-১৯ আক্রান্তদের কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এই স্টেডিয়ামকে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সূত্রে জানানো হয়েছে, দিল্লি সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আবেদন জানানো হয়েছিল। পাশাপাশি সোনপাত সেন্টারকেও সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। পাতিয়ালার সাঁই ট্রেনিং সেন্টারও কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে প্রস্তুত।