Post OfficeOthers 

করোনা পরিস্থিতিতে ডাকবিভাগের একগুচ্ছ পরিকল্পনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডাক জরুরি পরিষেবা। তবুও করোনাজনিত পরিস্থিতিতে বা লকডাউনে রাজ্যের সব ডাকঘর খোলা সম্ভব হয়নি। ডাকবিভাগ সূত্রের খবর, এপ্রিলের শুরুতে মার্চ মাসের পেনশন তোলা নিয়ে বয়স্কদের মধ্যে তৈরি হয়েছে সংশয়। এই পরিস্থিতির মধ্যে ডাক বিভাগের দাবি, প্রবীণদের সুবিধা-অসুবিধার কথা ভেবে ও ভিড় এড়ানোর জন্য একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ডাকবিভাগ সূত্রে জানা গিয়েছে, ৮০ বছর বয়সের বেশি হলে বা কেউ অসুস্থ হলে তাঁর বাড়িতে ডাক কর্মীদের দিয়ে পেনশন পৌঁছে দেওয়ার ভাবনা-চিন্তা করা হয়েছে। এছাড়া ডাক বিভাগের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল গৌতম ভট্টাচার্য জানালেন, এবার ১ ও ২ এপ্রিল বার্ষিক ব্যাঙ্ক ক্লোজিং ডে। আর্থিক লেনদেন বন্ধ। তাই ৩ এপ্রিল থেকে ডাকঘরে পেনশন তোলা যাবে। এই পরিস্থিতিতে যতগুলি সম্ভব ডাকঘর খোলা রাখার চেষ্টা চলছে।

Related posts

Leave a Comment