John PrineOthers World 

করোনা আক্রান্ত বর্ষীয়ান মিউজিশিয়ান জন প্রাইন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বর্ষীয়ান মিউজিশিয়ান জন প্রাইন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। গ্র্যামিজয়ী ওই আমেরিকান শিল্পীর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। পারিবারিক সূত্রের খবর, ৭৩ বছর বয়সী প্রাইনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আবার, ৬১ বছর বয়সী কান্ট্রি সিঙ্গার জো ডিফি আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে, এমনও খবর পাওয়া গিয়েছে।

Related posts

Leave a Comment