Parimal MajumdarLifestyle Others 

৬০ কিমি রাস্তা সাইকেলে চেপে ডিউটিতে পুলিশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা ভাইরাস সংক্রমণ রুখতে পথে পুলিশ-প্রশাসন সজাগ। কর্তব্যরত কর্মীদের যাওয়া-আসায় যাতে কোনওরকম অসুবিধা না হয়, তা দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এর মধ্যেই ৬০ কিলোমিটারের বেশি সাইকেলে চালিয়ে ডিউটিতে এলেন কলকাতা পুলিশের এক এএসআই। জানা গিয়েছে, একবালপুর থানার এএসআই পরিমল মজুমদারের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ে। দীর্ঘপথ অতিক্রম করে সাইকেলে চেপে সকাল ৫টা নাগাদ এসে পৌঁছেছেন থানায়। বর্তমান পরিস্থিতিতে তাঁর কর্তব্য-নিষ্ঠার প্রশংসা করেন সহকর্মী, থানার ওসি থেকে লালবাজারের কর্তাব্যক্তিরা। এএসআই পরিমল মজুমদার জানিয়েছেন, এটা তো তাঁর ডিউটি। গোটা লালবাজারই এখন সাধারণ নাগরিকদের সুরক্ষিত ও সচেতন করতে দিনভর রাস্তায় ডিউটি করছে। তিনিও সাধ্যমতো চেষ্টা করছেন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, একবালপুর থানায় ২ বছরেরও বেশি সময় ডিউটিতে রয়েছেন পরিমল। ক্যানিংয়ের বাড়িতে তাঁর পরিবার রয়েছে। লকডাউনের বাজারে বাড়িতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর টান পড়ে। এরপর ডিউটি শেষ করে তিনি সাইকেলে ক্যানিংয়ের উদ্দেশে রওনা দেন। বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়ে আবার সকালে ডিউটিতে যোগ দেন।

Related posts

Leave a Comment