ভারতীয় রেলে কোয়ারেন্টাইন কোচ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারতীয় রেলের যুগান্তকারী সিদ্ধান্ত। রেল সূত্রের খবর, করোনা মোকাবিলায় এবার ২০ হাজার কোচকে কোয়ারেন্টাইন ও আইসোলেশন কেন্দ্র হিসেবে প্রয়াস নেওয়া হচ্ছে। সেনার মেডিক্যাল পরিষেবা, বিভিন্ন রেলের বিভিন্ন শাখায় চিকিৎসা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের যৌথ প্রয়াসে তৈরি হচ্ছে ২০ হাজার কোয়ারেন্টাইন ও আইসোলেশন কোচ। রেলের ৫টি জোন ইতিমধ্যে কোয়ারেন্টাইন ও আইসোলেশন কোচ তৈরির প্রক্রিয়া শুরু করেছে বলে ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে।
ভারতীয় রেল সূত্রে আরও জানা গিয়েছে, স্লিপার কোচগুলি শীতাতপ নিয়ন্ত্রিত হবে না। ২০ হাজার কোচে প্রায় ৩.২ লক্ষ শয্যা থাকার সম্ভাবনা। ইতিমধ্যেই ৫ হাজার আইসোলেশন ও কোয়ারেন্টাইন কোচ তৈরির কাজ শুরু হয়েছে। প্রতিটি কোচে থাকবে ১৬টি শয্যা। শৌচালয়গুলিকে স্নানাগার হিসেবে গড়ে তোলা ছাড়াও সেখানে সাবান, বালতি ও অন্যান্য সরঞ্জাম থাকবে। আবার বার্থে দুটি অক্সিজেন সিলিন্ডার রাখার ব্যবস্থা থাকছে। প্রতিটি কেবিনে থাকছে তিনটি রঙের ডাস্টবিনও। জানালায় দেওয়া থাকবে মশারি। গরম কমাতে কোচের ছাদে বাঁশের মাদুরের বিছানা বিছানো থাকবে। ল্যাপটপ ও মোবাইল চার্জের ব্যবস্থাও যথারীতি থাকছে।