ডলারের নিরিখে টাকার দামও অতিমাত্রায় পড়েছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সরকারের ত্রাণ ও রিজার্ভ ব্যাঙ্কের সুদ ছাঁটাইও রুখতে ব্যর্থ হল শেয়ার বাজার ও টাকার বিপুল পতন। সূত্রের খবর, গতকাল সেনসেক্স ফের ১৩৭৫ পয়েন্ট নেমে দাঁড়াল ২৮, ৪৪০.৩২ অঙ্কে। আবার নিফটি ৩৭৯ পড়ে থেমেছে ৮২৮১-তে। অন্যদিকে ডলারের নিরিখে টাকার দামও অতিমাত্রায় পড়েছে। এক ডলার ৭০ পয়সা উঠে হয়েছে ৭৫.৫৯ টাকা। এক্ষেত্রে বিশেষজ্ঞরা দাবি করেছেন, দেশে করোনা আতঙ্ক এবং আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় শেয়ার বেচতে শুরু করেছেন অনেক লগ্নিকারী। এই পরিস্থিতির মধ্যেই ফের ভারতের বৃদ্ধির পূর্বাভাস ছেঁটেছে একাধিক মূল্যায়ন সংস্থা। পাশাপাশি যোগ হয়েছে বিশ্ব অর্থনীতির মন্দায় ডুবে যাওয়ার আশঙ্কাও।