driving licenceOthers Travel 

ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভয়াবহ করোনা মাঝেই ড্রাইভিং লাইসেন্স নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। স্বস্তিতে সাধারণ মানুষ।চলছে ২১দিনের লক ডাউন।এই পরিস্থিতিতে ইতিমধ্যেই সাধারণ মানুষের কথা ভেবে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার ড্রাইভিং লাইসেন্স নিয়ে ঘোষনা কেন্দ্রের। জানা যাচ্ছে, গত ১ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ায় লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হল। ইতিমধ্যে এ বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।বিজ্ঞপ্তিটি জারি করে কেন্দ্রীয় পরিবহন ও প্রধান সড়কমন্ত্রক। কেন্দ্রীয় বিবৃতিতে আরও জানা গিয়েছে, লকডাউনের কারণে কেন্দ্রীয় মোটর ভেহিকলস নিয়মাবলী মেনে সমস্ত ড্রাইভিং লাইসেন্স, পারমিট ও নথিভুক্তিকরণের বিষয় গত ১ ফেব্রুয়ারি শেষ হয়েছে। অন্যদিকে ,তা পুনর্বিবেচনা করে আগামী ৩০ জুন পর্যন্ত পিছিয়ে দিতে বলা হয়েছে। লক ডাউনে সমস্ত সরকারি পরিবরহণ দফতর বন্ধ। সমস্যায় গ্রাহকরা। নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত গাড়ি চালক ও পরিবহন কর্মীদের সুবিধা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Related posts

Leave a Comment