করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল কুম্বলে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আক্রান্তদের সাহায্যে এবার এগিয়ে এলেন অনিল কুম্বলে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক কুম্বলে আর্থিক অনুদান তুলে দিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। পাশাপাশি কর্ণাটক সরকারের ত্রাণ তহবিলেও তিনি আর্থিক অনুদান তুলে দিয়েছেন। অনিল কুম্বলে টুইট করে জানিয়েছেন, ‘করোনাকে বোল্ড করতে আমাদের সকলকে একসঙ্গে লড়াই করতে হবে। সেই লড়াইয়ে আমি ক্ষুদ্র অনুদান তুলে দিয়েছি। সুস্থ্য হয়ে বাড়িতে থাকুন।