চার্লস ডারউইনের পাণ্ডুলিপি চুরি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চার্লস ডারউইনের পাণ্ডুলিপি চুরি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার থেকে এই পাণ্ডুলিপি চুরি গিয়েছে বলে খবর। সূত্রের খবর, একটি নীল বাক্সে ছিল তাঁর দুটি নোটবই, যার একটিতে রয়েছে বিখ্যাত ‘ট্রি অব লাইফ’ নকশাটি। এক্ষেত্রে জানা গিয়েছে, ২০০০ সালের শেষে নোটবইগুলিকে বার করে ছবি তোলা হয়েছিল। এরপর সেই বাক্সটির খোঁজ না-মেলায় শুরু হয়ে যায় অনুসন্ধানের কাজ। জানা যায়, দু-দশকের চিরুনি তল্লাশির পর কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, এটি চুরি হয়ে গিয়েছে। পরবর্তীতে খবর দেওয়া হয়েছে পুলিশ ও ইন্টারপোলে।

