গোটা দুনিয়ায় এখন মহামারীর আকারে করোনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী মহামারীর আকার নিতে চলেছে নভেল করোনা ভাইরাস। চিন ছাড়াও ৩০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। পরিস্থিতি বেশ জটিল আকার নিচ্ছে প্রতিদিন। পাকিস্তানেও ২ জনের করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে খবর। সরকারিভাবে একথা জানিয়েছে পাকিস্তান। চিনের পর তালিকায় দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালির মতো দেশও রয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ায় এই ভাইরাস মূলত ছড়িয়েছিল খ্রিস্টানদের একটি বিশেষ গোষ্ঠীর মধ্যে। তা বাকিদের মধ্যেও ছড়াতে শুরু করেছে বলেও খবর। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১২০০ অতিক্রম করেছে। ১৫ জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। ওই দেশে কর্তব্যরত এক মার্কিন জওয়ান ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এমন খবর পাওয়া গিয়েছে। সেনা ছাউনিতে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয় এরপর থেকেই। মৃতের সংখ্যার নিরিখে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ইরানও।