Sports Brand PumaSports 

আন্তর্জাতিক স্পোর্টস ব্র্যান্ড পুমা দেশের শীর্ষে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আন্তর্জাতিক স্পোর্টস ব্র্যান্ড পুমা ভারতের খেলাধুলোর সামগ্রীর বাজারের শীর্ষে। পাশাপাশি রেকর্ডও ধরে রেখেছে পুমা। উল্লেখ্য, গত বছরে দেশে সংস্থাটির মোট আয়ের পরিমাণ ২০১৮ সালের তুলনায় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা ১,৪১৩ কোটি টাকা হয়েছে। পুমা ইন্ডিয়ার এমডি অভিষেক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দেশের মাঝারি ও ছোট শহরগুলিতে তাদের বিক্রি বৃদ্ধি পাওয়াই এই সাফল্যের কারণ। প্রসঙ্গত, ২০০৬ সালে ভারতের বাজারে প্রবেশ করে আন্তর্জাতিক স্পোর্টস ব্র্যান্ড পুমা। ভারতে সংস্থাটির ৩৭৩টি এক্সক্লুসিভ স্টোর রয়েছে।

Related posts

Leave a Comment