রাজস্থানে বরযাত্রী বোঝাই বাস নদীতে, মৃত ৩৩
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজস্থানে বরযাত্রী বোঝাই বাস নদীতে পড়ে প্রাণ গেল ৩ শিশু-সহ ২৪ জনের। অন্য একটি সূত্র থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, মৃতের সংখ্যা ৩৩ জন। আহতের সংখ্যা সঠিকভাবে জানা যায়নি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের বুন্দি জেলার কোটা-দৌসা হাইওয়ের কাছে। স্থানীয় সূত্রের খবর, সকালে কোটা থেকে সওয়াই-মাধোপুরের দিকে বরযাত্রী বোঝাই যাত্রী নিয়ে রওনা দিয়েছিল বাসটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাপড়ি গ্রামে একটি সেতু পার হওয়ার সময় হঠাৎই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঘটে এই বিপত্তি। সেতুটির কোনও রেলিং না থাকায় বাসটি সরাসরি গিয়ে পড়ে নদীতে।