Tapas PalLifestyle 

বহু স্মৃতির স্বাক্ষী বন্ধু তাপস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অভিনেতা তাপস পালের মৃত্যুর ৭ দিন অতিক্রান্ত।ভোরবেলা এসেছিল নায়ক তাপস পালের মৃত্যুর খবর। ফুলে ঢাকা সাহেব ছবির নায়কের মৃতদেহ শায়িত ছিল নন্দনে। শোক জানাতে টলিউডের অনেকের উপস্থিতি থাকলেও শবদেহের সামনে ছিলেন না সংসদ-অভিনেত্রী শতাব্দী রায়।টলি ইন্ডাস্টির এক সময়ের নায়িকা শতাব্দী তাপস পালের বিপরীতে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন। গুরুদক্ষিণা, আপন আমার আপন, তুমি যে আমার সহ একাধিক ছবিতে এই জুটি সুনামের সঙ্গে অভিনয় করেছেন।পেশাগত জীবনের বাইরেও তাঁরা ছিলেন বন্ধুও। রাজনৈতিক অঙ্গনে তাঁরা একসাথে পথ চলেছেন। নায়ক তাপস পালের মৃত্যুর পর বেজে গিয়েছে নায়িকার অসংখ্য ফোন। সংবাদমাধ্যমের একাধিক অনুরোধ উপেক্ষা করেছেন শতাব্দী। অভিনেতা তাপস পালকে নিয়ে স্মৃতিচারণার ক্ষেত্রে নীরব থেকেছেন গুরুদক্ষিণা-র নায়িকা। এড়িয়ে গিয়েছেন তিনি।

অনেক অনুরোধের পর শেষ পর্যন্ত তাপস পালকে নিয়ে দু -চার কথা বললেন শতাব্দী। তাপসের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। শতাব্দী রায় জানলেন,মানুষটা যখন বেঁচে ছিল তখন কত কথা বলেছি ওকে নিয়ে।আমার কাছের মানুষ। আমার প্রিয় বন্ধু। আমার নায়ক, রাজনীতিতেও আমরা সঙ্গী।শতাব্দীর আরও মন্তব্য,”তাপসের সঙ্গে আমারই শুধু হিট জুটি নয় আরও অনেকের ছবি হিট হয়েছে। তারা হয়তো ওকে নিয়ে অনেক কিছু বলতে পারবেন।আমি বলতে চাই না।”আবার তাপস পাল সম্পর্কে শতাব্দীর আরও বক্তব্য,”অসম্ভব ভালো মানুষ ছিল।কিন্ত তাপস পাল কিছু কারণে অনেকের কাছেই অপছদের হয়ে উঠেছিল।শতাব্দী ভারাক্রান্ত হয়ে জানালেন, আপনি অন্য যে বিষয় নিয়ে প্রশ্ন করবেন,আমি উত্তর দেব। কিন্ত এই বিষয় নিয়ে আমাকে আর কিছু বলতে অনুরোধ করবেন না। আমার ভালো লাগছে না। একদম ভালো লাগছে না। এত স্মৃতি একবার বলতে শুরু করলে থামা যায় না। কিন্ত আমি যদি বলতে শুরু করি,নিজেকে আর সামলাতে পারব না।”
তথ্য-সূত্র, এই সময়।

Related posts

Leave a Comment