৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতীয় মেয়েরা মাত্র ১৩৩ রান করে কঠিন লড়াইয়ে নেমেছিলেন। হরমনপ্রিত কউরের দল দেখিয়ে দিল যে কম রানের পুঁজি নিয়েও জেতা যায়। ২০২০ টি- ২০ বিশ্বকাপে টানা তিন ম্যাচে জিতল ভারতীয় প্রমীলা বাহিনী। ভারতীয় বোলারদের দাপটে শেষমেশ ১৩০ রানে শেষ নিউ জিল্যান্ডের ইনিংস।
উল্লেক্ষ, আগের দুটি ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৭ রানে ও বাংলাদেশকে ১৮ রানে হারিয়েছেন ভারতের মেয়েরা। এবার নিউ জিল্যান্ডকে ৩ রানে পরাজিত করলেন ভারতীয় মেয়েরা। নিউ জিল্যান্ডের কোনও তারকাকেই এদিন উইকেটে জাঁকিয়ে বসতে দেননি ভারতীয় বোলাররা। তাঁদের দুই ওপেনার রাচেল প্রিস্ট ও সোফি ডিভাইনকে খুব কম রানে ফিরিয়ে দেন ভারতীয় বোলাররা। তারপরেই ম্যাডি গ্রিন ও কেট মার্টিন কিছুটা হাল ধরার চেষ্টা করেছিলেন। রাজেশ্বরী গায়কোয়াড়রা তাদেরকেও উইকেট আঁকড়ে থাকতে দেননি। আমেলিয়া কের ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল ১৩৩ রান তোলে। শেফালি ভর্মা (৪৬) ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্য়ান সেভাবে রান পাননি। স্মৃতি মন্ধনা, জেমিমা রডরিগেজ, হরমনপ্রিত কউররা এই ম্যাচে তেমন রান পাননি। অন্যদিকে ভারতীয় বোলারদের পারফরম্যান্স এদিন ছিল দেখার মতো। পরপর তিনটির তিনটিতেই জয় পেয়েছে ভারতীয় দল। তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে হরমনপ্রিতের দল। এই জয়ের পর ভারত সরাসরি সেমী ফাইনালে পৌঁছে গেছে।