অ্যাসিড আক্রান্ত বাঙালি মেয়ের বিয়ে দিলেন কিং খান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সমাজ সেবায় আবার উঠে এলো বলিউডের নাম। বলিউডের কিং খান অ্যাসিড আক্রান্ত বাঙালি কন্যা সঞ্চয়িতার বিয়ে দিলেন। কেবলমাত্র বিয়ের দায়িত্ব নিয়েই তিনি সরে যাননি, সঞ্চয়িতাকে বিয়ের শুভেচ্ছাও জানিয়েছেন শাহরুখ। এদিন তিনি শুভ্রর এবং সঞ্চয়িতার সুখী দাম্পত্য কামনা করে তাঁদের বিয়ের ছবি টুইটারে শেয়ার করেন।

বহু সুপারহিট সিনেমা, বহু সামাজিক কাজকর্ম, আইপিএল এবং আরও বহু কারণের জন্য তিনি দেশবাসীর কাছে খুবই জনপ্রিয়। মীর ফাউন্ডেশন নামে অ্যাসিড আক্রান্তদের জন্য তিনি একটি সংস্থা তৈরী করেছেন, সেই সংস্থার বহু কাজকর্ম বহুবার খবরের শিরোনামে উঠে এসেছে। অ্যাসিড আক্রান্ত বহু নারীকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য করে থাকে কিং খানের এই সংগঠন। অ্যাসিড আক্রান্ত বাঙালি মেয়ে সঞ্চয়িতার বিয়ের দায়িত্ব নিয়েছিল শাহরুখের এই সংগঠন।