ব্যাঙ্ক এটিএম থেকে তুলে নেওয়া হবে ২০০০ টাকার নোট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ১ মার্চ থেকে ইন্ডিয়ান ব্যাঙ্কের ৩,৯৮৮টি এটিএমে ২০০০ টাকার নোট পাওয়া যাবে না। গ্রাহকদের সুবিধার জন্য ব্যাঙ্কের এটিএমে ২০০০ টাকার নোটের পরিবর্তে ৫০০ টাকা, ২০০ টাকা ও ১০০ টাকার নোটই রাখা হবে। গত ১৭ ফেব্রুয়ারি ইন্ডিয়ান ব্যাঙ্ক এ খবর প্রকাশ্যে আনে। জানা গিয়েছে, আগামী ১ বছরের মধ্যে সব ব্যাঙ্কের এটিএম থেকে তুলে নেওয়া হবে ২০০০ টাকার নোট। তবে এটিএমে ২০০০ টাকা না রাখতে ব্যাঙ্কগুলিকে কোনও নির্দেশ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা কেন্দ্রীয় অর্থমন্ত্রক অবশ্য দেয়নি বলে জানা যায়। ইন্ডিয়ান ব্যাঙ্কের মতো অন্য ব্যাঙ্কগুলিও তাদের গ্রাহকদের সুবিধার্থে এই পদক্ষেপ নিতে চলেছে বলে খবর। উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে দেশব্যাপী পুরনো ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট বাতিল হয়। এরপর গোলাপি রংয়ের নতুন ২০০০ টাকার নোট বাজারে আনে রিজার্ভ ব্যাঙ্ক। পাশাপাশি নতুন ৫০০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০ টাকা, ২০ টাকা ও ১০ টাকার নোট বাজারে নিয়ে আসা হয়। আবার নতুন নোটগুলির মাপে যথেষ্ট পার্থক্য রয়েছে। এমনকী ২০০ টাকার নোট প্রথম ব্যাঙ্ক ব্যবস্থায় আসায় ওই নোটগুলির জন্য ব্যাঙ্কগুলিকে তাদের এটিএমের গঠন কাঠামো পরিবর্তন করতে হয়। সেগুলিতে নতুন ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা ও ২০০০ টাকার নোটের ক্যাসেট ভরা সম্ভব হয়েছে। অন্যদিকে, গত বছর রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছিল, শীর্ষ ব্যাঙ্ক ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী জানা যায়, ২০১৬-১৭ সালে রিজার্ভ ব্যাঙ্ক মোট ৩৫৪.৩ কোটি ২০০০ টাকার নোট ছাপিয়েছিল। পরবর্তী বছর ২০০০ টাকার নোট ছাপানো হয় ১১.১৫ কোটি। গত বছর মার্চ মাস পর্যন্ত শেষ হওয়া অর্থবছরে মাত্র ৪.৬৭ কোটি ২০০০ টাকার নোট ছাপানো হয়েছে। চলতি অর্থবছরে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ রয়েছে বলে খবর।