coronavirusHealth Others 

করোনা মোকাবিলায় সম্ভাবনাময় ওষুধ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চিনে ৮০হাজারের বেশি আক্রান্ত মানুষ। ২৭০০-ও বেশি মৃত্যু। পৃথিবীর জনস্বাস্থ্যে বিপদের সংকেত। বিশ্বে ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা করল এই করোনা ভাইরাস। দেশের মানুষ যখন আক্রান্ত তখন কিছুটা স্বস্তি দিল চিকিৎসাবিজ্ঞনীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনা মোকাবিলার জন্য সবচেয়ে সম্ভাবনাময় ওষুধ রেমেডিসিভির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করল আমেরিকা। মানুষের মধ্যে প্রয়োগ করে এই ওষুধের সার্থকতা যাচাই করল আমেরিকার ওমাহার নেব্রাস্কা মেডিকেল সেন্টারের চিকিৎসাবিজ্ঞানীরা। নেব্রাস্কাতেই জাপানের জাহাজ থেকে উদ্ধার হওয়া ১৪জনের চিকিৎসা হয়েছিল। যার মধ্যে ১২জন ছিল করোনা আক্রান্ত। এই একই ওষুধ নিয়ে চিনেও একটি ক্লিনিক্যাল ট্রায়াল চলছেবলে জানা গিয়েছে। পাশাপাশি দ্বিতীয় ট্রায়ালটি চলছে লোপিনাভির এবং রিতোনাভির নামে এইচআইভি -রএক ধরণের কম্বিনেশন ওষুধ নিয়ে। সারা দুনিয়া এখন তাকিয়ে রয়েছে সেদিকেই।

Related posts

Leave a Comment