মে মাসেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশন চালু হবে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশন প্রায় ২ ঘন্টা পরিদর্শন করলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী। মেট্রো সূত্রের খবর, ওই স্টেশনের কাজ প্রায় ৯৫ শতাংশ হয়ে গিয়েছে। প্ল্যাটফর্ম স্ক্রিনডোর থেকে ট্র্যাকের নিচে বৈদ্যুতিক কেবল নিয়ে যাওয়ার ব্যবস্থা-সহ বিশদে খুঁটিয়ে দেখেছেন জিএম। জানা গিয়েছে কলকাতা মেট্রোর লক্ষ্য, মাস তিনেকের মধ্যেই ফুলবাগান স্টেশনে যাত্রী পরিবহণের কাজ শুরু করা যাবে। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটির সঙ্গে কলকাতা মেট্রোর কথা শুরু হয়েছে বলে খবর। ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশন পরিদর্শন করার সময় জিএম-এর সঙ্গে ছিলেন সংস্থার প্রিন্সিপ্যাল চিফ অপারেটিং ম্যানেজার সাত্যকি নাথ সহ কয়েকজন শীর্ষকর্তা।