Kotwali police stationBreaking News 

কোচবিহারে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিবেশীকে কুপিয়ে খুন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কোচবিহারের চিলকিরহাটে জমি বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী সিভিক ভলান্টিয়ার মনিরুল মিঞার বিরুদ্ধে। কোতোয়ালি থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত মনিরুল মিঞাকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম তরুণ রায়। মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বেশ কিছুদিন আগে তাদের জমি জোর করে দখল করে নেয় সিভিক ভলান্টিয়ার মনিরুল মিঞার পরিবার। তরুণ রায়ের পরিবার বিষয়টি নিয়ে আদালতে যান। ওই মামলার মীমাংসা হয়ে গিয়েছে, আদালত তরুণ রায়ের পক্ষে রায় দেওয়ায় মনিরুলের পরিবারের আক্রোশ বাড়ে। মৃতের পরিবারের আরও অভিযোগ, গত রাতে বাড়ির সামনে, গাড়ি থেকে নামিয়ে কিছুটা দূরে নিয়ে গিয়ে তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিয়াল্লিশ বছর বয়সী ওই ব্যক্তির। আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় কোতোয়ালি থানায় মনিরুল মিঞা নামে ওই সিভিক ভলান্টিয়ার সহ মোট ৫ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করলেও বাকিরা এখনো পর্যন্ত পলাতক।

Related posts

Leave a Comment