ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাড়িতে মন্দির গড়া নিয়ে জল্পনা তুঙ্গে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিপ্লব দেবের বাড়িতে মন্দির গড়া নিয়ে রাজনৌতিক মহল সরগরম। সরকারি খরচে এই ব্যয়ভার বহন করা যুক্তিযুক্ত কিনা তা নিয়ে উঠছে বিভিন্ন মহলে প্রশ্নও। স্থানীয় সূত্রে,খবর ত্রিপুরার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সরকারি বাড়িতে সরকারি অর্থব্যয় করে মন্দির নির্মাণের আয়োজন চলছে। মন্দির বানানোর এই তোড়জোড়ে পূর্ত (রোডস এন্ড বিল্ডিং )দপ্তরের উদ্দ্যেগে দরপত্রও আহ্বান করা হয়েছে বলে খবর। ১৪ফেব্রুয়ারী ১কোটি ২১লক্ষ ৭২হাজার টেন্ডার ডাকা হয়। পাশাপাশি ২৮শে ফেব্রুয়ারির মধ্যে দরপত্র জমা দিতে নির্দেশ দিয়েছে। অন্যদিকে একটি মহল থেকে একটি ধর্মের প্রতি পক্ষপাতদুষ্ট হয়ে পড়ার অভিযোগ উঠছে। উল্লেখ্য,২০১৮সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ছেড়ে যাওয়া সরকারি বাসভবনে উঠেছিলেন বিপ্লব দেব। আধুনিক সুযোগ সুবিধাসহ বিভিন্ন বন্দবস্তের জন্য ১০ কোটি টাকা সরকারি কোষাগার থেকে ব্যয় করা হয় বলেও ত্রিপুরার একাংশ মানুষের অভিযোগ। আবার অন্য দিকে ত্রিপুরা সরকারের আর্থিক সংকটের কারণে ব্যয় সংকোচের নির্দেশ দেওয়া হয়েছিল সব দপ্তরগুলিকে। এমনকি বিভিন্ন ফী বাড়িয়ে,ট্যাক্স ও সেস বসিয়ে টাকা তুলতে আসরে নামে সরকার। সরকারি হাসপাতালে গরিবদের বিনা পয়সায় চিকিৎসাও তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ।