Calcutta-High-CourtBreaking News Others 

দুর্বল আইনজীবীদের আর্থিক সহায়তায় হাইকোর্টে মামলা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিপর্যস্ত পরিস্থিতিতে আর্থিকভাবে দুর্বল আইনজীবীদের আর্থিক সহায়তা চেয়ে হাইকোর্টে মামলা দায়ের হল। সূত্রের খবর, বারাসাত আদালতের একজন আইনজীবীকে নিয়ে কলকাতা হাইকোর্টে এই মামলাটি করা হয়েছে। এক্ষেত্রে মূল বক্তব্য হিসেবে তুলে ধরা হয়েছে, করোনা পরিস্থিতির জন্য যে লকডাউন পিরিয়ড চলছে, সেই কারণে বহু আইনজীবীরা আর্থিক অস্বচ্ছলতার মুখোমুখি। বহু আইনজীবী রয়েছেন যাঁরা সেই অর্থে আর্থিকভাবে সবল নন।

এক্ষেত্রে আরও বলা হয়েছে, দুর্বল আইনজীবীদের সাহায্যের জন্য রাজ্যের বার কাউন্সিল এবং রাজ্য সরকার দু’জনকেই এগিয়ে আসতে হবে। এই মামলায় আরও তুলে ধরা হয়েছে, বিভিন্ন আদালতে যে সমস্ত আইনজীবী রয়েছেন তাঁদের “কল্যাণ তহবিল” রয়েছে। সেই তহবিল থেকে আলাদা করে বরাদ্দ করা প্রয়োজন। এক্ষেত্রে আরও বক্তব্য, করোনার এই সঙ্কটকাল মুক্ত না হওয়া পর্যন্ত প্রতি মাসে ১০ হাজার টাকা অথবা এককালীন ১ লক্ষ টাকা আর্থিকভাবে দুর্বল আইনজীবীদের পরিকাঠামো বিচার করে তাঁদের দেওয়ার প্রয়োজন রয়েছে। এই মর্মে এই মামলাটি দায়ের হয়।

এবিষয়ে আরও জানা গিয়েছে, আলাদাভাবে আইনজীবীদের “কল্যাণ তহবিল” নামে একটি তহবিল হয়। সেই তহবিল থেকেই এই অর্থ দেওয়া হোক এবং সরকারও এবিষয়ে এগিয়ে আসুক। সূত্রের আরও খবর, মনে করা হচ্ছে চলতি সপ্তাহে মাননীয় প্রধান বিচারপতির এজলাসে এই মামলার বিচারপর্ব চলবে। ওই সময় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কী নির্দেশ দেওয়া হয় এখন তারই অপেক্ষা।

Related posts

Leave a Comment