সিবিএসই পরীক্ষার সূচি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সিবিএসই পরীক্ষার সূচি ঘোষণা হবে আগামী ২ ফেব্রুয়ারি। কোভিড আবহে থেমে যায় সবকিছুই। সিবিএসই পরীক্ষাও পিছিয়ে যায়। এবার কবে কোন বিষয়ের পরীক্ষা হবে তা আগামী ২ ফেব্রুয়ারি জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সিবিএসই বোর্ডের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক একথা জানিয়েছেন। প্রসঙ্গত, করোনার কারণে এবার সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়ে যাচ্ছে।
সূত্রে আরও খবর, এবছর পরীক্ষা শুরু হবে আগামী ৪মে থেকে। তা চলবে ১০ জুন পর্যন্ত। এক্ষত্রে আরও জানা গিয়েছে, ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। ১ মার্চ থেকে দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে। এবিষয়ে জানা গিয়েছে, সরাসরি পরীক্ষা নেওয়া হবে। কোনও অনলাইন ব্যবস্থা থাকবে না। পাশাপাশি করোনা আবহের কথা ভাবনা-চিন্তায় রেখে করে পড়ুয়াদের সুবিধার জন্য ৩০ শতাংশ পাঠ্যক্রম কমিয়েছে সিবিএসই।

