chandrakant panditOthers Sports 

প্রথম আইপিএলে কোচ হচ্ছেন চন্দ্রকান্ত পণ্ডিত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ হলেন চন্দ্রকান্ত পণ্ডিত। দেশি কোচের ওপর আস্থা রাখতে চাইছে নাইটরা। উল্লেখ করা যায়, গতবার মধ্যপ্রদেশ রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ে। ব্রেন্ডন ম্যাকালাম ৩ বছর কোচ ছিলেন কেকেআরের। তিনি ইংল্যান্ড দলের প্রধান কোচ হয়েছেন। ব্রেন্ডন ম্যাকালামের স্থানে আসছেন পণ্ডিত। এই প্রথম আইপিএলে কোচ হয়ে আসছেন চন্দ্রকান্ত। জানা গিয়েছে, তাঁর সহকারী হিসাবে থাকবেন অভিষেক নায়ার ও বোলিং কোচ বি অরুণ।

Related posts

Leave a Comment