মায়ামিতে দাবায় প্রজ্ঞানন্দের জয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মায়ামিতে অনুষ্ঠিত চলতি ক্রিপ্টো কাপ দাবায় জয় পেল ভারতের খুদে প্রতিভা আর প্রজ্ঞানন্দ। নেদারল্যান্ডসের গ্র্যান্ডমাস্টার দাবাড়ু অনিশ গিরিকে পরাজিত করলেন। উল্লেখ করা যায়, এই প্রতিযোগিতায় বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন আলিরেজা ফিরোউজাকে হারিয়ে প্রজ্ঞানন্দ অভিযান শুরু করেছিল। দুই ম্যাচ জয়ের পর ছয় পয়েন্ট অর্জন করে প্রজ্ঞা।

