China CaronavirusBreaking News Others 

চিনে করোনা ভাইরাস সংক্রমণের জেরে ভারতে আমদানি-রপ্তানি বাণিজ্যে সঙ্কট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চিনে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ। দ্রুত তা রোধ করা না গেলে ভারত-সহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতে অ্যান্টিবায়োটিক ওষুধের তীব্র সঙ্কট দেখা দেবে, বিশেষজ্ঞমহল এমনটাই মনে করছে। অন্যদিকে চিনে ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট জর্জ উটকি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, চিনে শিল্প সংস্থাগুলি তাদের উৎপাদন বন্ধ করে দেওয়ার কারণে বিশ্ব বাজারে ওষুধ তৈরির কাঁচামাল ও রাসায়নিকের জোগান নিয়ে সমস্যা দেখা দেবে। উল্লেখ্য, ভারতীয় ওষুধ সংস্থাগুলির বেশিরভাগই চিন থেকে তাদের ওষুধ তৈরির কাঁচামাল ও রাসায়নিক আমদানি করে থাকে। নভেল করোনা ভাইরাস হানার পর আমদানি-রপ্তানি প্রায় বন্ধ হওয়ার মুখে। আবার চিনে এই ভাইরাস হানার জেরে ভারতীয় বাণিজ্যের উপর কতটা প্রভাব পড়েছে, তা খতিয়ে দেখে মূল্যবৃদ্ধির আশঙ্কা নস্যাৎ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী জানালেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে সঙ্কট দূর করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রক শীঘ্রই প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে বৈঠক করবেন।

Related posts

Leave a Comment