Guwahati High CourtLifestyle Others 

প্যান কার্ড-ভোটার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়ঃ গুয়াহাটি হাইকোর্ট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিম্ন আদালতের রায়ই বহাল রেখেছে গুয়াহাটি হাইকোর্ট। প্যান কার্ড, ভোটার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচিত হবে না। পাশাপাশি আদালত সূত্রে আরও জানানো হয়েছে, জমি রাজস্বের রসিদ এবং ব্যাঙ্কের নথিও নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে না। এই রায় অসম চুক্তির পরিপ্রেক্ষিতে। প্রসঙ্গত, তিনসুকিয়ার একটি ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন মণীন্দ্র বিশ্বাস নামে এক ব্যক্তি। ওই মামলাতেই এই রায় দিয়েছেন বিচারক। উল্লেখ করা যায়, ২০১৯ সালের জুলাই মাসে মণীন্দ্র বিশ্বাসকে “বিদেশি” ঘোষণা করে ট্রাইব্যুনাল। এক্ষেত্রে ওই ব্যক্তি জানিয়েছিলেন, তাঁর দাদু দুর্গাচরণ বিশ্বাস পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা ছিলেন এবং বাবা ইন্দ্রমোহন বিশ্বাস ১৯৬৫ সালে অসমে চলে এসেছিলেন। এরপর গুয়াহাটি হাইকোর্টের বক্তব্য, তাঁর মা-বাবা ১৯৭১ সালের আগে থেকে অসমে রয়েছেন। এই সংক্রান্ত বিষয়ে কোনও নথি অবশ্য পেশ করতে পারেননি মণীন্দ্র বিশ্বাস।

Related posts

Leave a Comment