Chinastrap PenguinEnviornment Others 

গত ৫০ বছরে অ্যান্টার্কটিকার বাস্তুতন্ত্রে আমূল বদল- কমছে চিনস্ট্র্যাপ পেঙ্গুইনদের সংখ্যা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অ্যান্টার্কটিকায় দ্রুতগতিতে কমে আসছে চিনস্ট্র্যাপ পেঙ্গুইনদের সংখ্যা। গ্রিনপিসের একটি সমীক্ষা সেই তথ্য তুলে ধরেছে। জানা গিয়েছে, গত ৫০ বছরে প্রায় ৭৭ শতাংশ কমেছে পেঙ্গুইনের সংখ্যা। পরিবেশ বিশেষজ্ঞরা এর জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন। উল্লেখ্য, অ্যান্টার্কটিকার এলিফ্যান্ট দ্বীপ চিনস্ট্র্যাপ পেঙ্গুইনদের বিচরণভূমি। ওই দ্বীপে অভিযান চালিয়ে পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, সর্বত্রই পেঙ্গুইনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ১৯৭১ সালে সমীক্ষার থেকে পেঙ্গুইনের সংখ্যা কমেছে প্রায় ৬০ শতাংশ। কোথাও কোথাও সংখ্যাটা ৭৭ শতাংশেরও বেশি। পেঙ্গুইনের সংখ্যা বিপুল হারে কমার কারণ হিসেবে স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিথার লিঞ্চ জানিয়েছেন, পেঙ্গুইনের সংখ্যা বিপুল হারে কমার ঘটনাই বুঝিয়ে দিচ্ছে অ্যান্টার্কটিকার বাস্তুতন্ত্র গত ৫০ বছরে আমূল বদলে গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণেই এই সংখ্যা হ্রাস। তবে অন্য আরও অনেক বিষয়েরই এক্ষেত্রে ভূমিকা রয়েছে। প্রসঙ্গত, বিশ্ব উষ্ণায়নে পৃথিবীর যে সব অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তার মধ্যে অন্যতম অ্যান্টার্কটিকা। সেখানের বরফ দ্রুতহারে গলে যাচ্ছে। এবছর অ্যান্টার্কটিকার সর্বোচ্চ তাপমাত্রা ১৮.৩ ডিগ্রিতে পৌঁছে যায়। এমত পরিস্থিতিতে অ্যান্টার্কটিকায় বসবাসের উপযোগী ভূমিই পাচ্ছে না চিনস্ট্র্যাপ পেঙ্গুইনরা, সেই কারণেই ক্রমশ কমছে তাদের সংখ্যা।

Related posts

Leave a Comment