Enviornment Others 

কীটপতঙ্গ ধ্বংস করার বিরুদ্ধে ইস্তাহার “অ্যালায়েন্স অব ওয়ার্ল্ড সায়েন্টিস্ট” সংস্থা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্ব উষ্ণায়নের জেরে একাধিক প্রাণী বিলুপ্ত হচ্ছে। বিপন্ন হচ্ছে প্রাণীকূল। মৌমাছি সহ একাধিক কীটপতঙ্গ নিঃশব্দে হারিয়ে যাচ্ছে গোটা বিশ্ব থেকে। তথ্য অনুযায়ী জানা যায়, বর্তমানে প্রায় ৬ কোটি ছোট-বড় কীট ও পতঙ্গ রয়েছে পৃথিবী জুড়ে। প্রাকৃতিক বিভিন্ন কারণে বিলুপ্তপ্রায় হয়ে যাচ্ছে এইসব কীটপতঙ্গ। এরজন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী মানুষই। পরিবেশবিদ এবং পরিবেশ গবেষকরা জানিয়েছেন, পৃথিবী থেকে কীটপতঙ্গ পুরোপুরি হারিয়ে গেলে পরিবেশের প্রভূত ক্ষতি হবে। “অ্যালায়েন্স অব ওয়ার্ল্ড সায়েন্টিস্ট” নামের একটি সংস্থা কীটপতঙ্গকে ধ্বংস করার বিরুদ্ধে ইস্তাহার প্রকাশ করল। “বায়োলজিক্যাল কনজার্ভেশন” জার্নালে এ খবর প্রকাশিত হয়েছে।

Related posts

Leave a Comment