83Entertainment Others 

বায়োপিক ৮৩-র মুক্তি পিছল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগে নির্মাতারা ছবির ট্রেলার পিছিয়ে দিয়েছিল।এবার ছবির মুক্তিও পিছিয়ে দিল তাঁরা। কপিল দেবের বায়োপিক ৮৩ ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল এ বছরের ১০এপ্রিল।এখনও মুক্তি পায়নি ট্রেলারও। প্ৰেক্ষাগৃহগুলিও স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে।এই মুহূর্তে ছবির মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা।জানা গিয়েছে, এই ছবিতে বাইশ গজে দেখা যাবে রণবীর সিংকে।আটের দশকের প্রেক্ষাপটে নির্মিত এই ছবি ।ওই সময়টা ছিল ভারতীয় ক্রিকেটের ইতিহাসের গৌরবময় যুগ। ক্রিকেটার কপিলদেবকে নিয়ে “বায়োপিক৮৩”।ওই ছবিতেই কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীরকে।আর বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে কপিলদেবের মতোই পোজ দিয়েছেন তিনি।ওই মুহূর্তকে দর্শকমনে জীবন্ত করে তুলেছেন রণবীর সিং।ছবিটিতে কপিলদেবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।ছবিটা নিয়ে দারুন উত্তেজিত রণবীর।পদ্মাবতের সাফল্যের পর আবারও একটা স্বপ্নের প্রজেক্ট,বলেছেন তিনি।এবার ১৯৮৩ সালের বিশ্বজয়ের ভারতীয় ক্রিকেটের সেই ইতিহাস দেখা যাবে রুপালি পর্দায়।তবে করোনার প্রকোপে পিছিয়ে গেল ছবির মুক্তি।

Related posts

Leave a Comment