হাত ধোওয়ার বিষয়ে প্রথম সচেতন করেছিলেন সেমেলওয়েস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হাত ধুতে শেখানো বিজ্ঞানীকে শ্রদ্ধার্ঘ্য জানাল গুগল। একসময় ড. ইগনাজ সেমেলওয়েস প্রথম সচেতন করেছিলেন হাত ধোওয়ার ব্যাপারে। করোনা ভাইরাস বর্তমানে সারা বিশ্বে ত্রাসের সঞ্চার করছে। ঠিক এই সময় মুক্তির উপায় হিসাবে বারবার হাত-মুখ পরিষ্কার করার দাওয়াই দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই হাত পরিষ্কার রাখার বিষয়টি একবিংশ শতাধিতে এসেও জীবনের অপরিহার্য হয়ে উঠছে। এখন বিভিন্ন বিজ্ঞাপনেও হাত ধোওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। এই অভ্যাসের কথা বিজ্ঞানী ড. ইগনাজ সেমেলওয়েস প্রথম জানিয়েছিলেন। উল্লেখ্য, ১৮৪৭ সালে জার্মান-হাঙ্গেরিয়ান এই ফিজিসিয়ান দেখিয়েছিলেন কীভাবে কতক্ষণ ধরে হাত ধুলে তা জীবাণুমুক্ত হতে পারে। ১৭৩ বছর পেরিয়ে এলেও এখনও বিষয়টি প্রাসঙ্গিক। এই চিকিৎসক শিশুদের পাশাপাশি প্রসূতিদেরও পরিষেবা দিতেন। ওই সময়েই ড. ইগনাজ দেখেছিলেন নতুন মায়েদের বারবার জীবাণু সংক্রমণ ঘটছে। তা থেকে মৃত্যু পর্যন্তও ঘটে যাচ্ছে মায়েদের।