মুখ্যমন্ত্রীর বিশেষ হেল্পলাইন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার করোনা ভাইরাস প্রতিরোধে লড়া সমস্ত চিকিৎসক,নার্স স্বাস্থ্যকর্মীদের কথা চিন্তা করে একটি হেল্প লাইন চালু করলেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের কথাও চিন্তা করলেন তিনি ।সূত্রের খবর, হেল্প লাইনটি তাঁদের পরিবারের সদস্যদের কোনও প্রয়োজন হলে ব্যবহার করার পড়ামর্শওদিলেন।করোনা ভাইরাসের মোকাবিলায় যাঁরা মরিয়া লড়াই করছেন সেই সব যোদ্ধাদের ব্যক্তিগতভাবে চিঠি দিয়ে পশে দাঁড়ালেন।সোমবারই মুখ্যমন্ত্রীর লেখা ওই চিঠি রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতাল, করোনা চিকিৎসা কেন্দ্র আইসোলেশন ও কোয়ারেনন্টাইন সেন্টারে পৌঁছে গিয়েছে।মুখ্যমন্ত্রী ওই চিঠিতে সংশ্লিষ্ট সকলকে প্রিয় সাথী বলে সম্বোদন করেছেন। তিনি ওই চিঠিতে লিখেছেন, আপনি নিজে ভালো থাকবেন এবং আপনার পরিবারকেও খুব সাবধানে রাখবেন। আপনার নিজের বা পরিবারের কারও কোনও সাহায্যের প্রয়োজন হলে আমার দপ্তরে (চিফ মিনিস্টার অফিস)সৌম্য হালদারের সঙ্গে যোগাযোগ করবেন। মোবাইল নম্বর-৯৪৩৩০০২৩৯১ তে। চিঠিতে করোনা যোদ্ধাদের মুখ্যমন্ত্রী লিখেছেন COVID 19 কে কেন্দ্র করে এখন সারা পৃথিবী এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্য দিয়ে চলেছে