করোনা সচেতনতায় অ্যাপ ইজরায়েলের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা নিয়ে জেরবার গোটা দুনিয়া। এই মারণ ভাইরাস থেকে মুক্তির দিশা এখনও মেলেনি। তবে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত কিনা, তা সচেতন করতে অ্যাপ আনল ইজরায়েল। ওই দেশের বিজ্ঞানীরা এমনই অসাধ্য সাধন করেছেন বলে দাবি করা হয়েছে। সূত্রের খবর, ইজরায়েলের ‘স্টার্ট-আপ নেশন সেন্ট্রাল’ নামে একটি সংস্থা এমনই একটি অ্যাপ তৈরি করেছে। যান নাম ‘দ্য শিল্ড’।
সূত্রের আরও খবর, তথ্য প্রযুক্তি সংস্থার ১০ শতাংশ কর্মী এবং আক্রান্ত ব্যক্তিদের ওপর বিজ্ঞানীরা পরীক্ষাও করেছেন। উঠে এসেছে এক নতুন তথ্য। বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন, কোনও ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাঁর কণ্ঠস্বর ও শ্বাসপ্রশ্বাসের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। যা দেখে সহজেই বোঝা যাবে ওই ব্যক্তি করোনা সংক্রামিত কি না। উল্লেখ্য, ইজরায়েলে ৪ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত। স্টার্ট-আপের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের ওপর পরীক্ষা চালানো হয়েছে।