মাস্ক প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সংক্রমণ এখনও স্থানীয় স্তরে থাকায় সকলে মাস্ক পড়ার প্রয়োজন নেই বলে ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে সংক্রমণ পরের ধাপে পৌঁছলে সকলের মাস্ক পড়া বাধ্যতামূলক হতে পারে বলে জানাল স্বাস্থ্যমন্ত্রক। মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল জানিয়েছেন, কখন থেকে সকলকে মাস্ক পড়তে হতে পারে তা জানিয়ে নির্দেশিকা জারি করবে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি ঘরে তৈরি মাস্ক পড়া নিয়ে নীতি আনতে চাইছে কেন্দ্র।