কর জমা দেওয়ার সময়সীমা বাড়াল কলকাতা পুরসভা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা পুরসভা লকডাউনের কারণে কর জমা দেওয়ার সময় বৃদ্ধি করল। জুন মাসে দেওয়া যাবে ২০১৯-২০ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিক কর।বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেরতে বারণ করা হয়েছে সাধারণ মানুষকে।উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিক পুরসভার কর জমা দেওয়ার সময়।এই পরিস্থিতিতে সেই কর জমা দেওয়ার সময়সীমা বাড়াল কলকাতা পুরসভা।জানিয়ে দেওয়া হয়েছে, এই কর জুন মাসে দিলেও ছাড় পাওয়া যাবে। মঙ্গলবার পুরভবনে কর সংক্রান্ত বৈঠকে বসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন পুর আধিকারিকরাও।ওই বৈঠকে কর জমা দেওয়ার তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।অন্যদিকে ১৯৮০ সালের কলকাতা পুর আইন অনুযায়ী আগামী ৭ মে বর্তমান কাউন্সিলরদের ৫ বছরের মেয়াদ ফুরিয়ে আসছে। তার পর থেকে তাঁরা আর কাউন্সিলরের মর্যাদা পাবেন না। সেই হিসেবে পুর বোর্ডই ক্ষমতাচ্যুত হবে।আইন মোতাবেক তাই ওই সময়ের মধ্যে ভোট করতে হবে। সেই মতো প্রস্তুতিও শুরু করে কলকাতা পুর নির্বাচনের দায়িত্বে থাকা রাজ্য নির্বাচন কমিশন। বিশ্ব জুড়ে করোনার সংক্রমণ হওয়াতে সারা দেশে ২১ দিনের লকডাউন ঘোষিত হয়। এরপর পুরো হিসেব বদলে গিয়েছে ।লক ডাউনের দিনক্ষণ ঘোষণার আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ৩০ মার্চের পরে পুর ভোটের সময়সূচি নিয়ে বৈঠক হবে।১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণার পরে আপাতত সবই প্রায় বন্ধ।