Mobile UserLifestyle Others 

লকডাউনে অবসর কাটাতে নেটপাড়ায় জমায়েত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশব্যাপী লকডাউন। কার্যত গৃহবন্দি দেশের মানুষ। ঘরবন্দি থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন অনেক মানুষই। দেশ ও সমাজের প্রয়োজনে কেউ-কেউ দিচ্ছেন সচেতনতার বার্তাও। আবার সময় কাটানোর পথ খুঁজছে জেন নেক্সট। টানা ২১ দিনের লকডাউন। কয়েকদিন যেতে না যেতেই সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিফলন ঘটছে নেটিজেনদের একাংশের। সময় কাটাতে গিটার হাতে নিতেও দেখা যাচ্ছে অনেককে। লকডাউনে এত বছর পর গৃহবন্দি। নিজের পুরনো শখ মেটাতে বা ঝালিয়ে নিতে ব্যস্ত অনেক যুবক। আবার অনেকের দীর্ঘকাল রেওয়াজ করা হয়নি। গিটার হাতে জীবনমুখী গান গাইছেন। করোনা সংক্রমণের কারণে জিম বন্ধ। ডাম্বেল বা লোহার রডের বদলে অন্য কিছু খুঁজে নেওয়া। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের স্ট্যাটাসে শরীর সুস্থ রাখার ভিডিও আপলোডও হচ্ছে। হাতে অফুরন্ত সময়। আবার অনেকে বাড়িতে বসে রান্না করার শখ মেটাচ্ছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে এসবেরই ভিড়। সারা বছর দৌড়ঝাঁপ ও প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই চলে। এর মাঝেই হঠাৎ ছন্দপতন। করোনা ভাইরাস ও লকডাউন। পরিবারকে সময় দিতে না পারা মানুষেরা এখন পরিবারের মধ্যেই সময় কাটাচ্ছেন। পরিবার-পরিজনের সঙ্গে আড্ডা-গানবাজনা এসব রয়েছে। ফেসবুকে এমন ছবিও শেয়ার করতে দেখা গিয়েছে। করোনা ভাইরাস থেকে মুক্তির পথ একমাত্র লকডাউন। “স্টে হোম, সেফ হোম” প্রোফাইল পিকচারে এই লোগো ট্যাগ করে সচেতনতার বার্তাও রয়েছে ফেসবুক জুড়ে। সতর্ক ও সাবধানে যে থাকতেই হবে।

Related posts

Leave a Comment