দুই বাঙালি গবেষকের হাত ধরে করোনা রুখতে অভিনব যন্ত্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখন করোনা আতঙ্কে স্তব্ধ দুনিয়া। এই মারণ ভাইরাসে মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রভাব ভারতেও। ভারতে এখনও অবধি এই ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছে ১৯১৬ জন মানুষ। মৃত্যুর সংখ্যা ৩৮। পরিস্থিতি সামলানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জারি করেছেন ২১ দিনের লকডাউন। আক্রান্তের সংখ্যা কমানোর মরিয়া চেষ্টাও চলছে দেশে।
এই উদ্বেগজনক পরিস্থিতিতে ভারতের দুই বাঙালি গবেষক একটি যন্ত্র আবিষ্কার করেছেন বলে খবর। তাঁদের দাবি, ওই যন্ত্রে বাতাসের মধ্যে থাকা করোনার জীবাণু নষ্ট হয়ে যাবে। এই প্রথম এমন যন্ত্র আবিষ্কৃত হল ভারতে। আইআইটি খড়গপুরের বাঙালি ডা. দেবায়ন সাহা ও এইমসের গবেষক শশী রঞ্জন-এর হাত ধরে এই সাফল্য এল। দেশ থেকে করোনা সংক্রমণ ঠেকাতে তাঁদের এই আবিষ্কার নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।