economicsOthers 

অর্থনীতির উপর পড়বে মন্দার প্রভাব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ গোটা বিশ্বে করোনার গ্রাস। বহু মানুষের প্রাণহানি ঘটেছে এই মারণ ভাইরাসে। স্তব্ধ গোটা দুনিয়ার জনজীবন। এই উদ্বেগজনক পরিস্থিতিতে বিশ্বের অর্থনীতিও টালমাটাল। পড়েছে করোনার প্রভাব।বিশ্বব্যাঙ্ক ও অথনীতির বিশেষজ্ঞরা বলছেন,”এ বছর শুধু পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১.১ কোটি মানুষ দারিদ্রের গন্ডিতে ঢুকে পড়তে পারেন”। আবার বিশ্ব ব্যাঙ্কও এই বিপদের পূর্বাভাস দিয়েছে। পূর্বের রিপোর্টে বলা হয়,ওই সব অঞ্চলগুলিতে ৩.৫ কোটি মানুষ দারিদ্র মুক্ত হতে পারবেন। পাশাপাশি রাষ্ট্রপুঞ্জ সূত্রে জানানো হয়,এ বছর বিশ্ব মন্দা অবশ্যম্ভাবী। তবে ভারত ও চিন সম্ভবত মন্দার আওতায় নাও আসতে পারে বলে পূর্বাভাস।

Related posts

Leave a Comment