পড়ুয়াদের বাড়িতে থেকেই কাজের উৎসাহ ‘ম্যাকাউট’-র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনাজনিত কারণে দেশব্যাপী লকডাউন। রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘ম্যাকাউট’ কর্তৃপক্ষ ঘরে বসেই কাজ করতে পড়ুয়াদের উৎসাহিত করে চলেছে। কলেজ সূত্রের খবর, অধীনস্থ কলেজের পড়ুয়াদের “ম্যান্ডেটরি অ্যাক্টিভিটি রিকোয়ারমেন্ট (মার)”-এর জন্য সিলেবাসের বাইরেও অনেক কাজ করতে হয়। এক্ষেত্রে প্রত্যেক পড়ুয়া সর্বাধিক ২৫ পয়েন্ট পেয়ে থাকে। ওই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক শুভাশিস দত্ত জানালেন, পড়ুয়ারা ঘরে থেকে ছবি তোলা, ভিডিও ফিল্ম তৈরি করা, নিজের গানের ভিডিও রেকর্ডিং, এমনকী রান্না করে তারও ভিডিও তৈরি করতে পারেন। ১২ দফা এমন কাজের জন্য তাঁরা পয়েন্ট পাবেন।