ইংল্যান্ডের মহিলা ক্রিকেট অধিনায়ক হিদার করোনা লড়াইয়ে সামিল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ইংল্যান্ডের মহিলা ক্রিকেটে দলের অধিনায়ক হিদার নাইট করোনা মোকাবিলার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হলেন।সূত্রের খবর, করোনাজনিত পরিস্থিতিতে ওষুধ দোকান থেকে ওষুধ পৌঁছে দেওয়া, আক্রান্তদের ডাক্তার বা হাসপাতালে নিয়ে আসা সহ একাধিক কাজ করার জন্য আড়াই লক্ষ স্বেচ্ছাসেবকদের জন্য আর্জি জানিয়ে সরকার। সরকারের এই আর্জিতে সাড়া দিয়ে এগিয়ে এসেছে ক্রিকেটার নাইটও। প্রসঙ্গত, সরকারের আর্জিতে সাড়া দিয়েছেন প্রায় ৭ লক্ষ মানুষ। মহিলা ক্রিকেটার নাইট জানিয়েছেন, আমার এখন প্রচুর সময় ফাঁকা রয়েছে। তাই যতটা পারি সাহায্য করতে চাই। আমি গাড়িতে করে বাইরে যাচ্ছি এবংওষুধপত্র বয়ে নিয়ে যাচ্ছি। এছাড়া যারা আইসোলেশনে রয়েছেন,তাদের সঙ্গে কথা বলছি।