ভারতে করোনা ভাইরাসের প্রথম ছবি প্রকাশ্যে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতে করোনা ভাইরাসের প্রথম ছবি প্রকাশ্যে। সূত্রের খবর, করোনা আক্রান্ত প্রথম ভারতীয়ের সোয়াবের নমুনা থেকে এই ছবি পেলেন পুনের একদল গবেষক। জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোভিড-১৯ এর জন্য দায়ী সার্স কোভ-২ বা করোনা ভাইরাসের যে ছবি পাওয়া গিয়েছে, তা সবই বিদেশের আক্রান্তদের। অন্যদিকে করোনা ভাইরাসের একাধিক ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এসব নিয়ে নানা প্রশ্নও রয়েছে। সূত্রের আরও খবর, পুনের ওই গবেষকদের গবেষণা এবং করোনা ভাইরাসের ভারতীয় সংস্করণের প্রথম ছবি প্রকাশ পেয়েছে ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চে। ইলেকট্রন মাইক্রোস্কোপ ইমেজিং পদ্ধতি ব্যবহার করে করোনা ভাইরাসের ছবি পাওয়া গিয়েছে বলে খবর। পুনের ওই গবেষকদের সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এই বছরের ৩০ জানুয়ারি কেরালায় প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়। আক্রান্ত ওই তরুণী চিনের উহান প্রদেশে ডাক্তারির পড়ুয়া। দেশে ফেরার পর তাঁর শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়। ওই পড়ুয়ার সোয়াবের নমুনা থেকেই করোনা ভাইরাসের এই ছবি পেয়েছেন পুনের ওই গবেষকরা।