Nabanno-3Health Others 

৩০ মার্চ সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় রাজ্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ধর্মীয় সংগঠনের প্রশংসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করার ব্যবস্থা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আইসিএমআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা “হু”-র নির্দেশিকা মেনেই এই পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এতদিন পর্যন্ত কলকাতায় নমুনা এনে পরীক্ষা করার বন্দোবস্ত হচ্ছিল। বিমান ও রেল পরিষেবা বন্ধ। জরুরি প্রয়োজনে দোকান-বাজারে যেতে হলে কীভাবে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে হবে, তা মুখ্যমন্ত্রী নিজেই বোর্ডে ছক কেটে, কখনও বা রাস্তায় নেমে নিজের হাতে চক দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছেন। আবার শহরের মতো গ্রামীণ এলাকার বাসিন্দাদের কাছেও তাঁর আবেদন বার্তা, “আপনারও হাটে-বাজারে ২ জনের মধ্যে দূরত্ব বজায় রাখবেন। রাজ্যে এখন ওষুধের সমস্যা নেই। হোম ডেলিভারি স্বাভাবিক করা হচ্ছে। কলকাতার পোস্তা বাজার চালু করা গিয়েছে। বাজার পরিদর্শনে গিয়ে পোস্তায় বণিকসভার সঙ্গে কথা বলেছি। ওখানে কাজের লোক পাওয়া যাচ্ছিল না। স্থির হয়েছে, যাঁরা কাজ করবেন, তাঁদের ওই এলাকায় ধর্মশালায় রাখা হবে। ওরা খাবার দেওয়ার ব্যবস্থা করবে। আমরাও সাহায্য করব।” পাশাপাশি মুখ্যমন্ত্রী রাজ্যের সব ধর্মীয় সংগঠনের প্রশংসা করে বলেন, “লকডাউন চলাকালীন ওঁরা সরকারকে সবরকম সহযোগিতা করছেন। তবে তাঁরা কেউই মন্দির, মসজিদ, গুরুদ্বারে ভিড় করতে দেননি।” এ প্রসঙ্গে তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকার ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন চালু করলেও রাজ্য সরকার ৩০ মার্চ সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবে।

Related posts

Leave a Comment