new macineOthers Technology 

করোনা চিকিৎসায় নয়া প্রযুক্তি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এসে গেল নয়া প্রযুক্তি।মাত্র পাঁচ মিনিটেই জানিয়ে দেবে কেউ কোরোনায় আক্রান্ত হয়েছে কিনা। আক্রান্তের সংখ্যা যতই বেড়ে চলেছে তত বাড়ছে নতুন সমস্যা। ফলে কেউ আক্রান্ত হলে তা বুঝতেই অনেকটা সময় চলে যাচ্ছে। আমেরিকার একটি ল্যাবরেটরি সংস্থা এই সমস্যার সমাধান করে ফেলল।ওই সংস্থা এমন একটি মেশিন তৈরি করেছে যা মাত্র ৫ মিনিটেই জানিয়ে দেবে কেউ আক্ৰান্ত হয়েছে কি না।‘অ্যাবট ল্যাবরেটরি’ নামে ওই সংস্থা জানিয়েছে, আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এই সংস্থাকে খুব দ্রুত অনুমোদন দিচ্ছে, জরুরী অবস্থার কথা মাথায় রেখে এই পরীক্ষা চালু করার জন্য। আগামী সপ্তাহের মধ্যেই অনুমোদন দেবে বলে খবর। সূত্রের খবর,সংস্থার তৈরি মেশিনটি দেখতে অনেকটা টোস্টারের মতো। যন্ত্রটিতে মলিকিউলার টেকনোলজি ব্যবহার হয়েছে। এই মেশিনটি ৫ মিনিটে যেমন বলে দেবে কারও শরীরে সংক্রমণ হয়েছে কি না, আবার কেউ সংক্রমিত না হলে জানাতে সময় নেবে ১৩ মিনিট। অ্যাবট এর প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার জানিয়েছেন, করোনা মোকাবিলায় করার জন্য এই যন্ত্র খুবই কার্যকরী হবে।এর ফলে চিকিৎসাও করা অনেকটা সুবিধা হয়ে যাবে।আবার এই মেশিনটি আকারে ছোট হওয়ায় এটি হাসপাতালের বাইরের দিকে যে কোনও একটি স্থানে রেখে দেওয়া সম্ভব হবে।এর ফলে হাসপাতালের ভিতরে অংশ সংক্রমনের ভয় আশঙ্কাওনেয়।

Related posts

Leave a Comment