পণ্য পরিবহনে ঘাটতি নেই ভারতীয় রেলের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল যাত্রী পরিবহন বন্ধ করেছে ঠিকই। কিন্তু পণ্য পরিবহনে কোনও গাফিলতি নেই। ভারতীয় রেলের দুটি জোন পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলে পণ্যবাহী ট্রেন সারা বছরের মতোই এই লকডাউন পরিস্থিতিতেও স্বাভাবিক রয়েছে। এই বিপর্যয়ে প্রয়োজনী সামগ্রী সারাদেশে পৌঁছে দেওয়ার নজির গড়ছে। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, ওষুধ, দুগ্ধজাত সামগ্রী, চিকিৎসা সামগ্রী, কয়লা এবং নানা প্রয়োজনীয় সামগ্রী নিয়মিত ট্রেন মারফৎ যাতায়াত করে। পূর্ব রেল সূত্রের খবর, পূর্ব রেল ৪০ রেক কয়লা, ১০ রেক চাল, ৮ রেক ইস্পাত, ৩ রেক নুন, ২ রেক গম ও ১ রেক পেঁয়াজ বহন করেছে। পাশাপাশি ৬০টি খালি রেক পাঠানো হয়েছে বিভিন্ন প্রান্তে মাল বোঝাই করার জন্য। আবার দক্ষিণ-পূর্ব রেলও ৭৪টি পণ্য বোঝাই রেক চালিয়েছে এই পরিস্থিতিতে। এরমধ্যে ১৫টি কয়লার রেক রয়েছে। পেট্রোলিয়াম, আকরিক ও সিমেন্ট সহ নানা পণ্য পরিবহন করছে রেকগুলি।